আইপিএলের এবারের আসরের প্লে অফ পর্ব শুরু হয়েছে মঙ্গলবার। যেখানে প্রথম কোয়ালিফায়ার চলাকালীন সময়ে একটা বিষয় সবারই নজর কেড়েছে। ওভারের যে ডেলিভারিতে কোনো রান হচ্ছে না অর্থাৎ ডট বল হচ্ছে, স্কোরকার্ডে সেই বলগুলোর জায়গায় গাছের চিহ্ন দেখানো হচ্ছে! যা আগে কখনো দেখা যায়নি।
এ অবস্থায় অনেকের মনেই প্রশ্ন, কেন এমন চিহ্ন? জানা গেছে, বৃক্ষরোপণের জন্য অভিনব একটি কর্মসূচি হাতে নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের প্লে অফ পর্বে বোলাররা যতগুলো ডট বল করতে পারবেন, প্রতিটি ডট বলের জন্য ৫০০টি করে চারাগাছ রোপন করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
মূলত এই উদ্যোগটির কথা দর্শকদের বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই প্রতিটি ডট বলের চিহ্ন হিসেবে গাছের চিহ্ন ব্যবহার করা হচ্ছে। প্লে অফে সবুজায়নের উপর বেশি জোর দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। আর সেই কারণেই এই সিদ্ধান্ত।
আইপিএল শেষ হওয়ার পরে দেশ জুড়ে লাগানো হবে এসব চারাগাছ। বিশ্ব উষ্ণায়নের সময় ভারতে সবুজ বাড়াতে এই উদ্যোগ নিয়েছে আইপিএল। বিসিসিআইয়ের এমন উদ্যোগের কথা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন উদ্যোগ বেশ প্রশংসা কুড়াচ্ছে।
আলোকিত সিরাজগঞ্জ