কোনো নারী শিক্ষার্থী যদি নিকাব না খোলেন তাতে কার কি এসে যায়?
একজন নারী শিক্ষার্থী যিনি নিকাব করেন তার শোনার মতো কান আছে। কথা বলার মতো জিহবা ও ভোকাল কর্ড আছে। দেখার মতো চোখ আছে। পরিচিত হওয়ার জন্য পূর্ণ একটি নাম বাবা-মা রেখেছেন এবং ক্লাসে ভর্তি হওয়ার পর একটি রোল নম্বরও তিনি পেয়েছেন। সুতরাং তিনি যদি নিকাব করে চলেন তাহলে অন্য ব্যক্তির কি এমন এসে যায়?