উল্লাপাড়া থেকে আরও খবর
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আমগাছের ডালে পরীর সদৃশ্য এক রহস্যময়ী প্রাণী দেখা যাওয়ায়, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামের কাদের প্রামাণিকের ছেলে মাসুদ কবির এই অদ্ভুত দৃশ্যের সম্মুখীন হন। রোববার (২২ নভেম্বর) রাত ১১টায় উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের ছয়পাড়া গ্রামের এ অদ্ভুত দৃশ্যের প্রাণী দেখা যায়।
সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জে ক্রেতাদের হাঁক ডাকে জমে উঠে ভোর রাতের পাটের হাট। বাংলার হারানো পাটের ঐতিহ্য আবারও ফিরে পেয়েছে। বেশ কয়েক বছর ধরে পাটের ভালো দাম পেয়ে এ অঞ্চলের কৃষকরা আবারো পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জের বিভিন্ন হাটে নতুন পাট বেচা কেনা শুরু হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সকালে র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাহিদুল ইসলাম নামে এক যুবককে মারধর ও চাঁদাদাবির অভিযোগে তিন পুলিশ সদস্যসহ চারজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ১৯ বছর বয়সী ভুক্তভোগী জাহিদুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ আমলি আদালতে এ মামলা করেন। তিনি ওই উপজেলার সলপ ইউনিয়নের কানসোনা গ্রামের হাছেন আলীর ছেলে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আনারস চাষে সফলতা মিলবে এমন আশা করা হচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম এলাকায় দু-একজন শখ করে বিশ-পঁচিশটি করে উন্নত জাতের আনারস আবাদ করেছেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ পিছ ইয়াবা সহ ১মাদক ব্যাবসায়ীকে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ৷
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা- বগুড়া মহাসড়কের সাহেবগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল বাংলা মদ অনুমান ২০ লিটার উদ্ধার করেছে।
এবার ঈদুল ফিতরে কর্মজীবীরা পেয়েছেন লম্বা ছুটি। এর সঙ্গে যোগ হয়েছে বাংলা নববর্ষের ছুটি। প্রিয়জনদের সঙ্গে লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন অনেকেই। যার কারণে মহাসড়কে একটু একটু করে বাড়তে থাকে গাড়ি। তবে কোন যান-জট চোখে পড়েনি৷
চৈত্রের গরমে অতিষ্ঠ মানুষের মধ্যে প্রশান্তি দিচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপের ঘোল। বিশেষ করে প্রচণ্ড গরমে শ্রান্ত মানুষ সলপের এক গ্লাস ঠাণ্ডা ঘোল পান করেই তৃপ্তিলাভ করেন। এতে গরমে ক্লান্তি দূর হয়, শরীরও ভালো থাকে। তাই তো এ গরমে সলপের ঘোলের ব্যাপক চাহিদা।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
সর্বশেষ
সর্বশেষ:
শিরোনাম: