মুক্তির দিনই ‘অ্যানিমেল’র আসল চমক ফাঁস!
বলিউডে বছরটা শাহরুখ খানের দখলে ছিল। দুটি ছবি হাজার কোটির ঘরে গেছে তার। সালমান খানও মোটামুটি আলোয় এসেছেন ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমাটির কল্যাণে। তবে দুই খানকে টেক্কা দিচ্ছে ‘অ্যানিমেল’। এরইমধ্যে ‘জাওয়ানে’র রেকর্ড ভেঙেছে। নতুন খবর হলো, শুক্রবার মুক্তির দিন নেটদুনিয়ায় ফাঁস হয়েছে ছবিটির আসল চমক।