ইউরেনাসের নতুন চাঁদ আবিষ্কার
ইউরেনাস গ্রহকে প্রদক্ষিণ করা নতুন একটি চাঁদ আবিষ্কার করেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এস/২০২৫ ইউ১ নামের চাঁদটির ব্যাস মাত্র ১০ কিলোমিটার বা ৬ মাইল। আকারে ছোট হলেও নেয়ার-ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে গত ২ ফেব্রুয়ারি চাঁদটির সন্ধান পায় জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এরপর ধারণ করা ছবি পর্যালোচনা করে চাঁদটির সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যায়। নতুন এই আবিষ্কারের ফলে ইউরেনাসের চাঁদের সংখ্যা বর্তমানে ২৯টি।