গুগলে যেসব বিষয় কখনো সার্চ করবেন না
গুগলে কী না মেলে! সব প্রশ্নের উত্তর, সব সমস্যার সমাধানের আধার যেন গুগল। তাই বলে সবই কি গুগলে খুঁজে দেখা ঠিক? বিশেষজ্ঞরা বলেন, কিছু বিষয় আছে, যা গুগলে সার্চ না করাই ভালো। এতে সঠিক উত্তর পাওয়ার থেকে বিড়ম্বনার শিকার হওয়ার আশঙ্কাই বেশি।