গ্রামটি এখন অতিথি পাখির স্বর্গরাজ্য
পুরো গ্রামজুড়ে শুধু পাখির কলকাকলি। ডানার ঝাপটানোর আর কিচিরমিচির শব্দে মুখরিত চারপাশ। যা দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। হাজার হাজার ধূসর পালকের বড় আকারের এসব পাখির কিচিরমিচির শব্দে মুখরিত এখন পুরো গ্রামটি। লম্বা পা ও হালকা ধূসর বর্ণের ঠোঁটের পাখিগুলো দেখতেও বেশ। তারা আশ্রয় নিয়েছে রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের করবাড়ির শতবর্ষী গাছগুলোতে।