শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পাঁচ হাজারি ক্লাবের মাইলফলকে তামিম

পাঁচ হাজারি ক্লাবের মাইলফলকে তামিম

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫ হাজার রান ক্লাবে নাম লেখালেন তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে ১৯ রান তুলেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এই টেস্টে নামার আগে তামিমের ঝুলিতে ছিল ৪ হাজার ৯৮১ রান।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৫ হাজার রান করেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। গত মাসে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ১০৫ রানের ইনিংস খেলে বড় ফরম্যাটে ৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক। ৮২ টেস্টে ৫২৩৫ রান আছে মুশির।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। আজকের আগে খেলা ৬৭ ম্যাচের ১২৮ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: