শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইপিএল খেলতে ফের ভারতে যেতে ভয় নেই কিউই অলরাউন্ডারের

আইপিএল খেলতে ফের ভারতে যেতে ভয় নেই কিউই অলরাউন্ডারের

করোনাভাইরাসের কারণে মাঝপথেই স্থগিত করে দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসর। টুর্নামেন্টের বাকি ছিল আরও ৩১টি ম্যাচ। হুট করেই বন্ধ হয়ে যাওয়ায় করোনার হাত থেকে বাঁচতে দ্রুততম সময়ের নিজ নিজ দেশে ফিরে গেছেন আইপিএলের বিদেশি ক্রিকেটাররা।

তবে ভারতে যদি আবার আইপিএল শুরু হয় অর্থাৎ বাকি অংশ ভারতেই আয়োজন করা হয়, তাহলে সেখানে যেতে কোনো সমস্যা নেই নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামের। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলার জন্য আবার ভারতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার ভারত ছেড়ে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছেন দেশটি থেকে আইপিএল খেলতে যাওয়া খেলোয়াড়দের একাংশ। অকল্যান্ডে ১৪ দিনের কোয়ারেন্টাইন করে তারপর যার যার বাড়িতে যেতে পারবেন তারা। হোটেল রুমে বসেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নিশাম।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজহাবকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সবকিছু জেনেবুঝেই আইপিএল খেলতে গিয়েছিলাম। আমি জানতাম এখানে বাঁধা আসতে পারে। তবু টুর্নামেন্ট শেষ হওয়ার আগে না ফেরার প্রত্যয় নিয়েই ভারতে গিয়েছিলাম।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকের হয়তো এ বিষয়ে ভিন্ন মত থাকতে পারে। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে এটাই আমার কাজ। আপনাকে অসংখ্যবার বিভিন্ন দেশে সফর করতে হয়। কখনও মাঠে নেমে সেই কাজ শেষ না করে নিশ্চয়ই ফিরতে পারেন না আপনি।’

এসময় নিশাম নিশ্চিত করেন, আইপিএল শুরু হলে আবারও যেতে সমস্যা নেই তার। তিনি বলেছেন, ‘আমি আবার নাম লেখাবো। বিশেষ করে ভ্যাকসিন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কাজটা আরও সহজ। আমার মনে হয় না, কেউ ভাবতে পেরেছিল যে, এত দ্রুত সবকিছু এভাবে ভেঙে পড়বে এবং আমরা প্রথম বিমানে চড়ে ফিরে আসব।’

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর