শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

স্মরণীয় ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আতাপাত্তু

স্মরণীয় ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আতাপাত্তু

সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রান তাড়ায় রেকর্ড গড়া ইনিংস খেলার পুরস্কার পেলেন চামারি আতাপাত্তু। আবারও আইসিসি উইমেন’স ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন শ্রীলঙ্কান অধিনায়ক। শীর্ষস্থান হারিয়ে দুইয়ে নেমে গেলেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে গত বুধবার পচেফস্ট্রুমে ১৩৯ বলে অপরাজিত ১৯৫ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন আতাপাত্তু। ৩০২ রানের লক্ষ্যে শ্রীলঙ্কা ৬ উইকেটে জিতে যায় ৩৩ বল হাতে রেখেই। নারী ওয়ানডে ক্রিকেটে প্রথমবার তিনশ রান তাড়ায় জয়ের নজির এটি।

আতাপাত্তুর ১৯৫ রানের ওই ইনিংস নারী ওয়ানডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং রান তাড়ায় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ছেলে-মেয়ে মিলিয়েই ওয়ানডেতে রান তাড়ায় এর চেয়ে বড় ইনিংস আছে আর একটি, গত বিশ্বকাপে ২০১ রানের ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আরও বেশ কয়েকটি রেকর্ডে নাম উঠে যায় আতাপাত্তুর।
 

মঙ্গলবার আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চূড়ায় উঠেছেন আতাপাত্তু। তার রেটিং এখন ক্যারিয়ার সেরা ৭৭৩। বাঁহাতি এই ব্যাটার এর আগে ২০২৩ সালের ৩ থেকে ১২ জুলাই পর্যন্ত শীর্ষে ছিলেন। শ্রীলঙ্কার প্রথম নারী ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব‍্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার নজির গড়েছিলেন তিনি। পরে তাকে ছাড়িয়ে যান বেথ মুনি ও সিভার-ব্রান্ট।

আরেক সাবেক এক নম্বর ব্যাটার লরা উলভার্ট দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচেই ১৪৭ বলে ১৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। দলটির হয়ে যা সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

পরদিন আরেক অধিনায়ক ও ওপেনার ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস অপরাজিত ১৪০ রানের ইনিংস খেলেন করাচিতে পাকিস্তানের বিপক্ষে। র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে নিউ জিল্যান্ডের অ্যামেলিয়া কারের সঙ্গে যৌথভাবে ১১তম স্থানে আছেন তিনি।

ওই ম্যাচে ৩ উইকেট নেওয়া ম্যাথিউস অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন। দুই ধাপ এগিয়ে শীর্ষ দশে (নবম) ঢুকেছেন আতাপাত্তু।

এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে কাপ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।

সূত্র: bdnews24

সর্বশেষ: