শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু

কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু

সংগৃহীত

সিরাজগঞ্জ জেলার কাজিপুরে একঝক প্রাণবন্ত তরুণ বন্ধুদের মানবিক সংগঠন দি ফেন্ড্রস এসোসিয়েশন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি এবার বন্ধুদের মানব কল্যানমুখী ব‍্যবসায়িক প্রতিষ্ঠান এসপিএসডি এগ্রো ফার্ম কর্তৃক উৎপাদিত ভার্মি কম্পোস্ট /কেঁচো সার বাণিজ্যিকভাবে উৎপাদনের উদ্বোধন করা হয় হয়েছে।

গতকাল ১২ এপ্রিল শুক্রবার কাজিপুর উপজেলার চালিতাডাংগায় সংগঠনের নিজস্ব আঙিনায় এই কর্মসূচির উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মানবাধিকার কর্মী, দি ফেন্ড্রস এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকালীন সভাপতি মো: সাজেদুল করিম স্বপন এবং সংগঠনের বর্তমান সভাপতি সেনা কর্মকর্তা মো: হামিদুর রহমান সবুজ।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম, সহ সভাপতি সহকারী কামাল পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আব্দুল মোতালেব, প্রচার সম্পাদক ব্যাংকার সেলিম রেজা সহ অন‍্যান‍্য অংশিদারবৃন্দ।

উল্লেখ যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজিপুরে সামাজিক উন্নয়ন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান নানা মানব কল্যানমুখী কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে।

সর্বশেষ: