শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সরকারি ওষুধ বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জে সরকারি ওষুধ বিক্রির দায়ে জরিমানা

সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ বিক্রি এবং আমে অতিমাত্রায় কার্বাইড ব্যবহারের দায়ে ব্যবসায়ীদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ সিরাজগঞ্জ অধিদপ্তরে সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ জরিমানা করেছেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ওই বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি ফার্মেসিতে পশুর সরকারি ভ্যাকসিন বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা ও অপর একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া আমে অতিমাত্রায় কার্বাইড প্রয়োগ করার দায়ে ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান শেষে পাইকারি ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মূল্য পরিবীক্ষণ করা হয় এবং প্রচারপত্র বিলি করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: