শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তাড়াশ পৌরসভার নতুন অফিস উদ্বোধন

তাড়াশ পৌরসভার নতুন অফিস উদ্বোধন

সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নতুন অফিস উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনের সংসদ সদস্য নতুন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।আজ (২রা মে) বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বাড়োয়ারী বটতলা মহল্লায় অবস্থিত জেলা পরিষদের বরাদ্দকৃত অডোটোরিয়াম পূন সংস্কার করে পৌর সভার নতুন অফিস হিসেবে উদ্ধোধন করা হয়েছে।

তাড়াশ পৌরসভা গঠিত হওয়ার পর থেকে উপজেলা পরিষদের দুইটা কক্ষে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। সেই সময় পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী অফিসার। ২০২৩ সালে জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক। তিনি পৌরসভার কাজের গতিশীলতা আনতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সেই মোতাবেক পৌর কাউন্সিলর ও কর্মকর্তা ও কর্মচারীদের কাজের পরিধি বাড়াতে নতুন অফিস খুঁজে বের করেন। তারিখ সূত্রধরে নতুন পৌর অফিস উদ্বোধন করেন ৬৪ সিরাজগঞ্জ ৩ (রায়গঞ্জ -তাড়াশ) আসনের সংসদ সদস্য নতুন অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, পৌর আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল হাকিম,প্যানেল মেয়র মোসলেম উদ্দিন, তাড়াশ পৌর সভার প্রকৌশলী মুকুল হোসেন,তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,তাড়াশ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আতিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক শামীউল হক শামীম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর টুটুল, কাউন্সিলর বাবু তালুকদার, শামীম সরকার, জাহাঙ্গীর আলম,মুওদুদ আহম্মেদ মানিক, শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম খোকন, নারী কাউন্সিলর রোখসানা রুপা, জেসমিন খাতুন, ফাতেমা খাতুন প্রমুখ।

সর্বশেষ: