শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্ঠি খাদ্য বিতরণ

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্ঠি খাদ্য বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে অসহায় দুঃস্থ অপুষ্টি মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ খাদ্য বিতরণ করা হয়। পুষ্টি খাদ্য তালিকায় রয়েছে, আলু ৫ কেজি, উন্নত চাউল ৫ কেজি, ডাল ৫’শ গ্রাম, লবন ১ কেজি, ছোলা ৫’শ গ্রাম ও সয়বিন তেল আধা লিটার।

এ উপলক্ষে শুক্রবার দুপুরের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিঞা শোভন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও মর্জিনা ইসলামও ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অপুষ্টি মানুসের মাঝে এই পুষ্টি খাদ্য বিতরণ করেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: