শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাজিপুরে গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের শীর্ষক কর্মশালা

কাজিপুরে গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের শীর্ষক কর্মশালা

সিরাজগঞ্জের কাজিপুরে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য বিধি মেনে আইন শৃঙ্খলা রক্ষা, বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং গ্রাম আদালত পরিচালনায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাইকার সহযোগিতায় ৪-৬ তারিখে ৩ দিন ব্যাপী এই কর্মশালা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিস কাজিপুর ফাস্ট ষ্টেশন অফিসার মোঃ ফরিদ উদ্দিন। সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, জাইকার ইডিএফ সামিউল ইসলাম ও কাজিপুর থানা পুলিশের পক্ষ থেকে এস,আই শামীম আহম্মেদ। উক্ত কর্মশালায় তিন দিনে পর্যায়ক্রমে কাজিপুরের ১২টি ইউনিয়নের প্রতিদিন ৪টি ইউনিয়নের ৪০ জন করে গ্রাম পুলিশ এই কর্মশালায় অংশগ্রহণ করে। মোট ১২০ জন উক্ত কর্মশালয় অংশ নেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: