শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের সাবেক ছাত্রনেতা গোলাম হায়দারের ইন্তেকাল

সিরাজগঞ্জের সাবেক ছাত্রনেতা গোলাম হায়দারের ইন্তেকাল

সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি, সিরাজগঞ্জে ৯০ এর ছাত্র গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য এবং জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট গোলাম হায়দার (৫২) আর নেই ।

বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা যুবলীগের সভাপতি মইনুদ্দিন খান চিনু এ তথ্য নিশ্চিত করে জানান, গোলাম হায়দার দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও চোখের রেটিনা সমস্যায় ভুগছিলেন। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের পরামর্শে গত ১ ডিসেম্বর চোখের চিকিৎসার জন্য তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে ভর্তি হন। সেখানে তার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিলে মঙ্গলবার (৪ ডিসেম্বর) সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বাদ যোহর ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে নামাজে জানাযা শেষে রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।

এদিকে গোলাম হায়দারের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুবলীগ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এম পি চয়ন ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্না, জেলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: