শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাল্যবিবাহ ও জন্ম সনদ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে বাল্যবিবাহ ও জন্ম সনদ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

বাল্যবিবাহ ও জন্ম সনদ বিষয়ে কর্মশালা দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নুর মোঃ শামসুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তোফাজ্জাল হোসেন, ইউনিসেফ প্রতিনিধি সোনিয়া আফরিন, প্রেসক্লাব সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান সহ গণমাধ্যম কর্মি, ইমাম, কাজি, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা কর্মশালায় অংশ গ্রহন করেন। কর্মশালায় জন্ম সনদ প্রতিটি শিশুর অধিকার এবং ভবিষ্যত জীবনে অত্যাবশ্যকিয় একটি দলিল। যা শিশুটির ভবিষ্যত জীবনে চলার জন্য অপরিহার্য হয়ে উঠবে। তাই প্রতিটি শিশুর জন্মের কমপক্ষে ৪৫ দিনের মধ্যে তার জন্ম সনদ করাতে হবে। এছাড়া কর্মশালায় জানানো হয় বাল্যবিবাহের কারণে মেয়ের জীবন ঝুকি পূর্ণ হয়ে উঠে। বিশেষ করে একটি মেয়ে বাল্যবিবাহের শিকার হলে অপরিণত ও অপুষ্টি সন্তান জন্মদান করার কারনে মেয়ে ও সন্তানের জীবন ঝুকি পূর্ণ হয়ে উঠে। অনেক সময় শিশু মাতার মৃত্যু পর্যন্ত হতে পারে। কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধে এবং প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে তার জন্ম সনদ গ্রহন করার বিষয়ে সবাইকে সচেতন হয়ে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানানো হয়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: