সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে যে কথাগুলো বলা উচিত নয়

স্ত্রীকে যে কথাগুলো বলা উচিত নয়

স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর সম্পর্ক যে সব সময় থাকবে কিন্তু নয়। মাঝে মধ্যে মনোমালিন্য হবেই। তাতে সম্পর্কের গভীরতা আরো বেড়ে যায়। তবে রাগের বশে এমন কিছু কথা থাকে যা স্ত্রীকে বলা মোটেও ঠিক নয়। এতে সম্পর্ক ভালো তো হয়-ই না বরং আরো খারাপ হয়ে যায়। তাই জেনে রাখা জরুরি ঠিক কোন কথাগুলো স্ত্রীকে বলা ঠিক নয়-  

সাবেক প্রেমিকার সঙ্গে তুলনা করা
স্ত্রীকে কখনই বলবেন না যে, আপনার সাবেক প্রেমিকা তার থেকে ভালো ছিল। এই কথাটি আপনার স্ত্রীকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকে। কারণ নিজের পরিবারের মায়া কাটিয়ে সে আপনার পরিবারকে আগলে রাখছে। সেখানে আপনার এই ধরনের কথায় তার মন এবং ভরসা দুটিই ভেঙ্গে যেতে পারে। তাই রাগ সংযত করুন।

সবসময় তুমি এটাই করো
কথায় কথায় তুমি সবসময় এইটা করো বা এইটা করো না, এই রকম কথা বলা থেকে বিরত থাকুন। যদি সত্যিই স্ত্রীর কোনো বিষয়ে আপনি কষ্ট পেয়ে থাকেন, তবে তাকে অন্যভাবে বলুন। এতে রেগে না যেয়ে সে তার ভুল বুঝতে পারবে।

তুমি ঠিক তোমার মায়ের মতো
প্রতিটি সন্তানই চায় সে যেন ঠিক তার মা-বাবার মতো হয়। তবে আপনি যদি নেতিবাচক অর্থে তাকে বলেন, তুমি ঠিক তোমার মায়ের মতো! তবে কথাটি তার মধ্যে কষ্টের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি করে। যার ফলাফল খুব একটা ভালো হয় না। তাই আই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন।

অন্য কোনো মেয়ের প্রশংসা করা
কখনোই স্ত্রীর সামনে বা তার সঙ্গে অন্য কোনো মেয়ের সৌন্দর্য নিয়ে প্রশংসা করবেন না। এই বিষয়টি আপনার স্ত্রীর জন্য খুবই কষ্টকর হয়। কারণ প্রতিটি স্ত্রী-ই চায় তার স্বামীর চোখে একমাত্র সে নিজেই সুন্দর থাকুক। তাই নিজের স্ত্রীর প্রশংসা করুন।  

তোমাকে সুন্দর লাগছে না
সংসারের নানা ব্যস্ততার কারণে হয়তো আপনার স্ত্রী নিজের দিকে একটু কম খেয়াল রাখছে। তাই তাকে একটু এলোমেলো লাগতেই পারে। এসন বিষয়গুলো একটু এড়িয়ে যাওয়াই ভালো। কখনোই তাকে বলতে যাবেন না যে, তাকে সুন্দর দেখাচ্ছে না। এতে সে মনে কষ্ট পাবে ও তার নিজের প্রতি আত্মবিশ্বাসও কমে যাবে। সঙ্গে হারাবে আপনার প্রতি আস্থাও।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর