বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

রায়গঞ্জে মিনি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত

রায়গঞ্জে মিনি পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত

সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুটি মিনি পেট্রোল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী সড়কের বাশাইল নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে দুটি মিনি পেট্রোল পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ জরিমানা করা হয়। পাম্প দুটি হলো মেসার্স সোহেল ও সালেহা ট্রেডার্স।

এ বিষয়ে তানজিল পারভেজ জাগো নিউজকে বলেন, অবৈধভাবে কয়েক মাস যাবত পেট্রোল পাম্প দুটি পরিচালিত হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাম্প দুটির কার্যক্রম বন্ধ ও জরিমানা করা হয়।

সর্বশেষ: