শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা, আইনি ব্যবস্থার হুমকি বার্সার

খেলতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা, আইনি ব্যবস্থার হুমকি বার্সার

বিদায়টা সুখকর হলো না। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে জুভেন্টাসের মিরালেম পিয়ানিচের সঙ্গে বদলাবদলির চুক্তি করেছে বার্সেলোনা। বার্সার লা লিগা মৌসুম শেষ। তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ রয়ে গেছে। এমতাবস্থায় ক্লাবে ছেড়ে চলে গেলেন আর্থার।

'ডায়ারিয়ো স্পোর্টস'-এর প্রতিবেদন, আর্থার জানিয়ে দিয়েছেন- তিনি আর বার্সেলোনায় ফিরতে রাজি নন। সেই সিদ্ধান্তটা পরিষ্কার হলো, চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে বার্সার সোমবারের অনুশীলনে। ক্লাবের নির্দেশ সত্ত্বেও সেখানে হাজির হননি আর্থার।

লা লিগার মৌসুম শেষ হওয়ার পরই ইবিজাতে চলে গিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেখান থেকে ন্যু ক্যাম্পে ফেরার বদলে ফিরে গেছেন নিজের দেশ ব্রাজিলে। বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়নস লিগের জন্য বার্সার হয়ে মাঠে নামতে রাজি নন।

তবে ব্রাজিলিয়ান তারকার এমন অপেশাদার আচরণে খেপেছে বার্সেলোনা। তারাও সাফ জানিয়ে দিয়েছে, যেহেতু এই ফুটবলার চুক্তি ভেঙেছেন, তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্সা সেই ব্যবস্থা নিতেই পারে। কেননা এর আগেও তারা আর্থারকে সতর্ক করে জানিয়েছিল, যদি তিনি ন্যু ক্যাম্পে ফেরত না আসেন, তবে খারাপ হবে। কিন্তু সেই হুমকি কানে তুলেননি ব্রাজিলিয়ান তারকা।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা-জুভেন্টাসের এই চুক্তি নিয়ে রীতিমত নাখোশ আর্থার। তিনি কাতালানদের ছেড়ে যেতে রাজি ছিলেন না। কিন্তু তার মত উপেক্ষা করে জুভেন্টাসের সঙ্গে বদলাবদলির চুক্তি স্বাক্ষর করে বার্সা। সেই ক্ষোভ থেকেই চ্যাম্পিয়নস লিগে না খেলার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী ৯ আগস্ট মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর