মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

খেলতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা, আইনি ব্যবস্থার হুমকি বার্সার

খেলতে রাজি নন ব্রাজিলিয়ান তারকা, আইনি ব্যবস্থার হুমকি বার্সার

বিদায়টা সুখকর হলো না। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর্থার মেলোকে জুভেন্টাসের মিরালেম পিয়ানিচের সঙ্গে বদলাবদলির চুক্তি করেছে বার্সেলোনা। বার্সার লা লিগা মৌসুম শেষ। তবে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ রয়ে গেছে। এমতাবস্থায় ক্লাবে ছেড়ে চলে গেলেন আর্থার।

'ডায়ারিয়ো স্পোর্টস'-এর প্রতিবেদন, আর্থার জানিয়ে দিয়েছেন- তিনি আর বার্সেলোনায় ফিরতে রাজি নন। সেই সিদ্ধান্তটা পরিষ্কার হলো, চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে বার্সার সোমবারের অনুশীলনে। ক্লাবের নির্দেশ সত্ত্বেও সেখানে হাজির হননি আর্থার।

লা লিগার মৌসুম শেষ হওয়ার পরই ইবিজাতে চলে গিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। সেখান থেকে ন্যু ক্যাম্পে ফেরার বদলে ফিরে গেছেন নিজের দেশ ব্রাজিলে। বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়নস লিগের জন্য বার্সার হয়ে মাঠে নামতে রাজি নন।

তবে ব্রাজিলিয়ান তারকার এমন অপেশাদার আচরণে খেপেছে বার্সেলোনা। তারাও সাফ জানিয়ে দিয়েছে, যেহেতু এই ফুটবলার চুক্তি ভেঙেছেন, তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

বার্সা সেই ব্যবস্থা নিতেই পারে। কেননা এর আগেও তারা আর্থারকে সতর্ক করে জানিয়েছিল, যদি তিনি ন্যু ক্যাম্পে ফেরত না আসেন, তবে খারাপ হবে। কিন্তু সেই হুমকি কানে তুলেননি ব্রাজিলিয়ান তারকা।

গণমাধ্যমের খবর অনুযায়ী, বার্সেলোনা-জুভেন্টাসের এই চুক্তি নিয়ে রীতিমত নাখোশ আর্থার। তিনি কাতালানদের ছেড়ে যেতে রাজি ছিলেন না। কিন্তু তার মত উপেক্ষা করে জুভেন্টাসের সঙ্গে বদলাবদলির চুক্তি স্বাক্ষর করে বার্সা। সেই ক্ষোভ থেকেই চ্যাম্পিয়নস লিগে না খেলার সিদ্ধান্ত।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামী ৯ আগস্ট মাঠে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ