সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

ব্রাজিলের রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আলবেসিলেস্তেরা একের পর এক ম্যাচে মাঠে নামছে আর জয় নিয়ে মাঠ ছাড়ছে। সেই ধারাবাহিকতায় তারা জয় তুলে নিয়েছে জ্যামাইকার বিপক্ষে।

বাংলাদেশ সময় আজ ভোর ৬টায় জ্যামাইকার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে পরাজিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। জ্যামাইকার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। ম্যাচে বদলি হয়ে নেমে গোল দুটি করেন তিনি। অন্য গোলটি করেন আলভারেজ।

জ্যামাইকার বিপক্ষে এই জয়ের ফলে ব্রাজিল ও স্পেনের টানা অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। তারা এখন টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে। আর্জেন্টিনার ৩৫ ম্যাচের অপরাজিত থাকাই বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার চলমান রেকর্ড। 

এই জয়ে টানা অপরাজিত থাকার বিশ্বরেকর্ডের খুব কাছে চলে এসেছে আকাশী-নীল শিবির। তবে বিশ্বরেকর্ড থেকে আরো দুই ম্যাচ পেছনে আছে মেসির দল। টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে এই রেকর্ডটা গড়েছিল কোচ রবার্তো মানচিনির ইতালি। সেটা ছুঁতে হলে অন্তত বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত থাকতে হবে মেসিদের। 

এদিন ম্যাচের ৫৫তম মিনিটে লউতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাত্র ৩৫ মিনিটেই দুই গোল করেছেন তিনি। দল জয় পাওয়ায় আর্জেন্টিনার হয়ে আজ শততম জয়ের দেখা পেয়েছেন সময়ের সেরা এই ফুটবলার।

এছাড়া জোড়া গোলে মালয়েশিয়ার সাবেক মোখতার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে তিনে উঠে এসেছেন মেসি। ১৬৪ ম্যাচে তার গোলসংখ্যা ৯০। ১৯১ ম্যাচে ১১৭ গোল নিয়ে এই তালিকার শীর্ষে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

১৪৮ ম্যাচে ১০৯ গোল নিয়ে দুইয়ে ইরানের সাবেক স্ট্রাইকার আলী দাইয়ি। ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে জাতীয় দলের হয়ে শততম গোলের মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে মেসিকে।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ