মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভয়ডরহীন ফুটবল খেলেই ভারতকে হারিয়েছে বাংলাদেশ

ভয়ডরহীন ফুটবল খেলেই ভারতকে হারিয়েছে বাংলাদেশ

সিনিয়র জাতীয় নারী দল কখনো ভারতকে হারাতে পারেনি। আজ সেই ভারতকেই ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ফুটবল তো বটেই পুরো ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের জোয়ার। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন এই জয় সম্পর্কে বলেন, ‘আপনার সবাই জানেন আমাদের নারী ফুটবলাররা অনেক পরিশ্রম করে। অনেক ঈদ ও নানা উৎসবে তারা বাড়ি যায় না। তারা বাফুফে ভবনেই থাকে এবং সব সময় অনুশীলন করে। মেয়েদের এই পরিশ্রম এবং ধৈর্য্য ফল এনে দিয়েছে।’ 

বাংলাদেশ সাফে ভারতের সঙ্গে এর আগে নয় বার মোকাবেলা করেছে মাত্র একবারই ড্র করতে পেরেছে। আজই প্রথম জিতেছে। এই জয়ের পেছনে কারণ হিসেবে ভয়ডরহীন ম্যাচ খেলার কথা জানিয়েছেন কোচ, ‘আমাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল ফলে আমাদের পিছুটান ছিল না। আমরা জেতার জন্যই খেলেছি।’ সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় অনেকে খেলোয়াড় বিশ্রামে রাখার কথা বলেছিলেন কোচ সেদিকে হাটেননি, ‘আমরা পূর্ণ শক্তির দল নিয়েই নেমেছি এবং এর ফল পেয়েছি।’ 

নারী ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত বাংলাদেশের চেয়ে অনেক অনেক এগিয়ে। এত শক্তিধর দলের সঙ্গে জেতার জন্য কোচ তার শিষ্যদেরই অবদান দিয়েছেন, ‘ভারত শুধু সাফ নয়, এশিয়ারই অন্যতম শক্তিশালী দল। মেয়েরা দারুণ খেলেছে এজন্যই আমাদের জয় এসেছে।’ 

সিনিয়র পর্যায়ে বাংলাদেশ ও ভারতের ফুটবলে আগে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতাই হতো না। আজকের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। বাংলাদেশ প্রায় সময়ই ম্যাচে দাপট দেখিয়েছে। একে বাংলাদেশের ফুটবলের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন কোচ, ‘দেশ থেকে আসার আগে বলেছি, পরিবর্তন দেখা যাবে। সেই পরিবর্তন দেখা যাচ্ছে। আমাদের মেয়েরা আগে অনেক ছোট ছিল। এখন তারা পরিপক্ব হচ্ছে এবং খেলায় সেটার ছাপ স্পষ্ট।’

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ