মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শুরু হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন

শুরু হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ব্যাডমিন্টন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি।

আজ বুধবার বিকেলে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ড. আবদুল মালেকের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, ফেডারেশনের সহ সভাপতি আমির হোসেন বাহার, যুগ্ম সম্পাদক জিয়াউল হক জুয়েলসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রথম দিনে পুরুষ এককের বাছাই পর্বে (কোয়ালিফিকেশন রাউন্ড অব ৩২) জয় পেয়েছেন বাংলাদেশর শাহেদ আহমেদ। তিনি ২১-৮, ২১-১৫ সেটে হারিয়েছেন শ্রীলঙ্কার সিয়াথ সেনারত্নকে। বাংলাদেশের খন্দকার আবদুস সোয়াদ ২১-১৩, ২১-১৩ সেটে জিতেছেন মালয়েশিয়ার মোহাম্মদ আলিফ আহমেদ ফেয়ারুজলির বিপক্ষে।  

তবে বাংলাদেশের এসএসএম সিফাত উল্লাহ হেরে গেছেন ইন্দোনেশিয়ার আলভি ফারহানের কাছে ১৬-২১, ৭-২১ সেটে। এছাড়া বাংলাদেশের আল আমিন জুমার ইন্দোনেশিয়ার আলভি উইজায়া চেয়ারউল্লাহর কাছে ৯-২১, ৫-২১ সেটে হেরে গেছেন।

বাংলাদেশের নাজমুল ইসলাম জয় ১৩-২১, ১২-২১ সেটে হেরে গেছেন ইন্দোনেশিয়ার ইয়োহানেস সুয়াত মার্সেলিনোর কাছে। বাংলাদেশের মুক্তার হোসেন ৮-২১, ১০-২১ সেটে হেরেছেন ইন্দোনেশিয়ার সুলিসতিও টিগারের কাছে। 

মেয়েদের এককের বাছাইপর্বে (রাউন্ড অব ১৬) বাংলাদেশের নাসিমা খাতুন ৯-২১, ৯-২১ সেটে হেরে গেছেন মালয়েশিয়ার ভেনোসা রাধাকৃষ্ণানের কাছে। বাংলাদেশের রেশমা আক্তার ৭-২১, ৫-২১ সেটে হেরে গেছেন ভারতের তাসনিম মিরের কাছে। বাংলাদেশের ফাতিমা বেগম ভারতের নিভেথা মুথুকুমারের বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন।  

দুপুরের পর (রাউন্ড অব ৬৪) বাংলাদেশের আবদুল হামিদ লোকমান ৬-২১, ৬-২১ সেটে ভারতের সিদ্ধান্ত গুপ্তের কাছে হেরেছেন। বাংলাদেশের আকিব সোলায়মান ২১-১৭, ২১-১৮ সেটে হেরেছেন ভারতের বিকাশ প্রভু রাধাকৃষ্ণানের কাছে। বাংলাদেশের শুভ খন্দকার ফাইট করে ১৯-২১, ২১-১৭ ১৯-২১ সেটে ভারতের বলরাজ কাজলার কাছে হেরেছেন।

সিনিয়র বিভাগ শেষে শুরু হবে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ জুনিয়র ইন্টারন্যাশনাল সিরিজ-২০২১’।

ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশ এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সিনিয়র-জুনিয়র দুই বিভাগেই একক, দ্বৈত ও মিশ্র দ্বৈতসহ মোট পাঁচটি করে ইভেন্টের আসরে মোট প্রতিযোগীর  সংখ্যা ৩৩৩ জন। বাংলাদেশ থেকে ১৮ জন পুরুষ ও ১০জন মহিলা শাটলার  অংশ গ্রহণ করছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ