সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

করোনা নেগেটিভ ক্রিকেটারদের নিয়ে ফের শুরু অনুশীলন

করোনা নেগেটিভ ক্রিকেটারদের নিয়ে ফের শুরু অনুশীলন

পাঁচদিন বিরতির পর জাতীয় দলের ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন ফের শুরু হয়েছে। গত বৃহস্পতিবার অনুশীলনের পর দলের একজন সাপোর্টিং স্টাফে করোনা পজেটিভ হন। এরপরই তিনদিনের জন্য ক্রিকেটাদের অনুশীলন বন্ধ করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরবর্তীতে আরো দুই দিন অনুশীলন বন্ধ রাখে ক্রিকেট বোর্ড। 

অনুশীলন বন্ধের এ সময়ে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ সকলের করোনা পরীক্ষা করায় বিসিবি। সেখানে ওপেনার সাইফ হাসান ও জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিক লির শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আবারো করোনা পরীক্ষা শেষে সবাই নেগেটিভ আসে। এরপর আজ থেকে আবারো ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। 

বুধবার ক্রিকেটারদের ষষ্ঠ ধাপের ব্যক্তিগত অনুশীলনের প্রথম দিনের শুরুতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সকাল ৯টার দিকে রানিং এবং জিম সেশনে অংশ নেন মুশফিক। একই সময় ব্যাটিং অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ। 

 

অনুশীলনের ফাঁকে তাসকিন ও রুবেল

আজ বোলিং অনুশীলন করেছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। করোনা বিরতির পর আজই প্রথম মিরপুরে অনুশীলন করলেন মিরাজ। এর আগে খুলনায় অনুশীলন করেছেন তিনি।

 

তাদের পর একে একে মিরপুরের সেন্টার উইকেটে অনুশীলন করেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। এই দুই ব্যাটসম্যানকে বোলিং করে অনুশীলন করেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম। আজ লিটন দাস ও মুমিনুল হক ব্যাটিং অনুশীলন করেছেন। তাদেরকে বোলিং করে অনুশীলন করেছেন পেসার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

ব্যাটিং অনুশীলনের পাশাপাশি ফিল্ডিং অনুশীলন করেন সৌম্য। শুধু রানিং করেছেন সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান। বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারেননি তারা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর