শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সকে ১০ কোটি ৬০ লাখ ইউরো দিতে রাজি ফেসবুক

ফ্রান্সকে ১০ কোটি ৬০ লাখ ইউরো দিতে রাজি ফেসবুক

পশ্চিম-ইউরোপের দেশ ফ্রান্সে ২০০৯ সাল থেকে কার্যক্রম চালাচ্ছে ফেসবুক। সেই থেকে ২০১৯ সাল পর্যন্ত সব মিলিয়ে কর বাবদ এসেছে ১০ কোটি ৬০ লাখ ইউরো। আর ফেসবুকের কাছে সেই টাকা দাবি করে বসেছে ফ্রান্স।

অপরদিকে কোনো ঝামেলা ছাড়া এই বকেয়া দিতে রাজি হয়ে গেছে ফেসবুক। একইসঙ্গে ২০২০ সালের কর বাবদ ৮৪ লাখ ইউরোও অগ্রিম দিয়ে দিতে চায় তারা।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, আমরা যেসব দেশে কার্যক্রম পরিচালনা করি, সেসব দেশের কর পরিশোধ করে থাকি। সংশ্লিষ্ট দেশের করের নিয়ম-কানুন মেনেই আমাদের কাজ পরিচালনা করতে চাই।

এদিকে ফেসবুকের মতো অন্যান্য টেক কোম্পানী যেমন-গুগল, অ্যাপল, অ্যামাজনও ফরাসি সরকারের সঙ্গে কর পরিশোধ করার জন্য এক সমঝোতায় পৌঁছেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: