শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুদকের হুংকারে অস্বস্তিতে বিএনপির সাবেক সাংসদরা

দুদকের হুংকারে অস্বস্তিতে বিএনপির সাবেক সাংসদরা

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, মাদক ব্যবসা ও চোরাচালানসহ নানা অভিযোগে বিএনপির সাবেক সাংসদ ও মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এদিকে দুদকের এমন পরিকল্পনা জেনে ফেলায় আতঙ্ক বিরাজ করছে বিএনপি শিবিরে। অতীতের দুর্নীতি ও অপকর্মের কারণে ঈদুল ফিতর জেল হাজতে কাটবে, এমন ভীতি ভর করেছে দুদকের তালিকাভুক্ত বিএনপির সাবেক সাংসদদের মনে। দুদকের এমন খবরে বিএনপির অনেক নেতাই এরই মধ্যে গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, সরকারি টাকা আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির সাবেক এমপি ও মন্ত্রীদের জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা হাতে নিয়েছে দুদক । দুদকের এই অনুসন্ধান জালে রয়েছেন বিএনপির অর্ধশত সাবেক সংসদ সদস্য। এদের অনেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে দুদক। দুদকের তালিকায় রয়েছেন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, বগুড়া-৩ আসনের বিএনপির সাবেক এমপি আবদুল মোমিন তালুকদার, তার স্ত্রী মাছুদা মোমিন ও ভাই আবদুল মুহিত তালুকদার, ঝিনাইদহ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান, নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ মুহাম্মদ গিয়াস উদ্দিন, নাটোর-৪ আসনে বিএনপি দলীয় সাবেক এমপি ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এদিকে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, ঈদের আগে হঠাৎ করে দুদকের এমন তৎপরতায় বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে অস্বস্তি ও ভীতি। রাজনৈতিকভাবে দল এমনিতেই চাপে রয়েছে, তার উপর দুদকের এমন পরিকল্পনা বিএনপি নেতাদের জন্য গোদের উপর বিষফোঁড়া’র মতো হয়ে দাঁড়িয়েছে। দুদকের হাত থেকে বাঁচতে বিএনপির অন্তত ১৫ জন নেতা বিদেশে ঈদ উৎযাপন করার নামে দেশত্যাগ করার পরিকল্পনা করছেন। তবুও তারা জেলখানায় ঈদ করতে চান না। চুরি-দুর্নীতির অভিযোগে জেলে গিয়ে ইজ্জত-সম্মান নষ্ট না করতে হয় তাই দেশত্যাগ, আত্মগোপন করছেন দলটির নেতারা।

 
 
 
 
 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর