রোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

শিশুদের কোলাহলে কাটলো সলঙ্গার বই মেলার শেষ প্রহর

শিশুদের কোলাহলে কাটলো সলঙ্গার বই মেলার শেষ প্রহর

শিশু,কিশোর আর ক্ষুদে পাঠকদের অংশ গ্রহনে মুখর সলঙ্গার অমর একুশে বই মেলা। তাই শিশুদের কোলাহলে কাটলো বই মেলার শেষ প্রহর। শিশুদের গল্প,ছড়ার বইয়ের পাশাপাশি উপন্যাস ও বিভিন্ন লেখকদের বই বিক্রি হয়েছে বলে খুশি বিক্রেতারা।

গত ২১ শে ফেব্রুয়ারি বই মেলা উদ্বোধনের দিন হতে সমাপ্তির দিন মঙ্গলবার পর্যন্ত মেলা প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। মায়ের কোলে,বাবার হাত ধরে শিশুদের আসতে দেখা গেছে সলঙ্গার বই মেলায়। মেলায় এসে বিভিন্ন ছড়া ও গল্পের বইয়ের পৃষ্ঠা উল্টাতে দেখা গেছে শিশুদের। কখনও আবার ছবি দেখে পছন্দ করে বই কিনেছে শিশুরা।

নজিবর রহমান সাহিত্য ফাউন্ডেশন,বিসমিল্লাহ বই ঘর, ইসলামিয়া বুক স্টোর, ডক্টর বুক হাউস,ভাই ভাই বই ঘর, ঘাস ফড়িং স্টেশনারি সহ অন্যান্য জনপ্রিয় প্রকাশণনীগুলোতে ঘুরেছে তারা। অনেকে আবার বইয়ের স্টল ছাড়াও ঘুরে বেড়াচ্ছে পুরো মেলা। বই মেলায় আগত অন্যান্যদের মতো আনন্দে মেতে ওঠেছে শিশুরা। পাশাপাশি নাগরদোলা, চড়কি, (স্বর্নতরি) নৌকায় ওঠার প্রতিযোগীতায় মেতেছিল শিশুরা। চটপটি,খেলনা,কাপড়,কসমেটিক, ফুলের দোকান, খাবারের দোকান সহ মেলায় থাকা অন্যান্য স্টলগুলোতে দর্শনার্থী ও বইপ্রেমীদের ভিড় ছিল লক্ষনীয়। প্রতি রাতেই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন শিল্পীদের গানে মুগ্ধ করে রেখেছিল মেলার দর্শনার্থীদের।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: