বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

সিরাজগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

সিরাজগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল স্বামীর, আহত স্ত্রী

সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আকবর হোসাইন মৃত জয়নাল আবেদীনের। তিনি ঢাকার মিরপুর এলাকার মনিরামপুরে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আকবর হোসাইন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির অজ্ঞাত গাড়ি তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আকবর হোসাইন নিহত হন। এ সময় গুরুতর আহত হন তাঁর স্ত্রী। আহত স্ত্রীকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ: