সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে কৃষক

শাহজাদপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে কৃষক

সিরাজগঞ্জের শাহজাদপুরে কেঁচো সার উৎপাদনে ঝুঁকছে কৃষক। খরচ কম ও লাভজক হওয়ায় কেঁচো সার উৎপাদনে ব্যাপক আগ্রহ বেড়েছে কৃষকদের। কেঁচো সার তৈরিতে প্রথমে শুধু রিং, কেঁচো এবং গোবর প্রয়োজন হয়। এরপর নির্দিষ্ট সময় পর পর সার উঠাতে হয়। ফসল উৎপাদনে, মাটির স্বাস্থ্য সুরক্ষায় এবং নিরাপদ ফসল নিশ্চিত করণে ভার্মি কম্পোষ্ট বা কেঁচো সার অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এটি জৈব সারগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে যানা যায়, কৃষকদের মাঝে কেঁচো সার উৎপাদন এবং ব্যবহার বাড়াতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নানা রকম কার্যক্রম হাতে নিয়েছে। তেমনি একটি প্রকল্প হলো ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প’ এর আওতায় উপজেলার রূপবাটি ইউনিয়নের খামার শানিলা গ্রামের কৃষক কনক মিয়ার বাড়িতে একটি প্রদর্শনী বাস্তবায়ন করা হচ্ছে।    

কৃষক কনক মিয়া জানান, 'উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উৎসাহে একরকম হেলাফেলা ভাবেই ১০টি রিং স্থাপন করে ভার্মি কম্পোষ্টের একটি প্রদর্শনী বাস্তবায়নে বাড়িতে কেঁচো সার উৎপাদন শুরু করি। প্রতিটি রিং থেকে ৩৫-৪০ দিন পর পর গড়ে ৫০ কেজি করে কেঁচো সার উৎপাদিত হচ্ছে। এই সার নিজের জমিতে ব্যবহার করছি। আমার দেখাদেখি এলাকার অন্য কৃষকেরাও আমার কাছ থেকে প্রতি কেজি ২০ (বিশ) টাকা দরে কেঁচো সার কিনে তাদের জমিতে ব্যবহার করছে। সেখান থেকে যে পরিমাণ সার পাই তাতে ব্যাপক লাভবান হই।  

 এ বিষয়ে উপজেলার রূপবাটি ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. ওয়াজেদ আলী জানান, আমরা কৃষকদেরকে সচেতন করছি রাসায়নিক সার কম ব্যবহার করে তারা যেন এই জৈব সার ব্যবহার করে এবং কৃষকদের মাঝে ভালো সাড়া পাচ্ছি। 

শাহজাদপুর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. এহসানুল হক বলেন, কেঁচো সার ব্যবহার করতে কৃষকদেরকে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। এই কেঁচো সারের ব্যবহার যদি বাড়ানো যায় তাহলে আমাদের যে পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতে হয় তার পরিমাণ অর্ধেকে নামিয়ে আনা সম্ভব। এতে করে বৈদেশিক মুদ্রার যেমন অপচয় রোধ করা সম্ভব তেমনি মাটির স্বাস্থ্য, পরিবেশের সুরক্ষা এবং নিরাপদ ফসল নিশ্চিত করা সম্ভব হবে।  

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

সিরাজগঞ্জ সৌর বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসছে জুনে
বেলকুচিতে জামান টেক্সটাইল পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী
রায়গঞ্জে কোকোডাস্ট পদ্ধতিতে ট্রেতে চারা উৎপাদন
সিরাজগঞ্জের নলকায় চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের আর্থিক অনুদান ও ট্রাইসাইকেল বিতরণ
চুরি প্রতিরোধে কাজিপুর থানা পুলিশের মতবিনিময় সভা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
শাহজাদপুরে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও শরবত বিতরন
সিরাজগঞ্জে মে দিবসের আলোচনা সভায় হেনরী এমপি
গরমে সুপেয় পানি ও শরবত বিতরন করলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগ
বেলকুচি পৌর ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
কামারখন্দে শ্রমিকদের সুপেয় পানি ও স্যালাইন বিতরণ করেন যুবলীগ