সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

কাজিপুর উপজেলায় অনুষ্ঠিত এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ

কাজিপুর উপজেলায় অনুষ্ঠিত এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ

সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অনুষ্ঠিত এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে মোট ছয়টি বিষয়ে প্রথম স্থান অর্জন করে সেরা হয়েছে অন্যরকম বিদ্যানিকেতন।

প্রতিযোগিতার “ক” বিভাগে ইংরেজি রচনা বিষয়ে প্রথম হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার্থী এমএন আরাফাত সানী, রবীন্দ্র সঙ্গীতে আব্দুল্লাহ আল ইরাম, জারিগানে সুবর্ণা ইয়াসমিন ও তার দল,  নজরুল সঙ্গীতে আব্দুল্লাহ আল ইরাম এবং লোকনৃত্যে রবাইয়া রাশেদ।  এছাড়া “খ” বিভাগে লোকনৃত্যে  প্রথম স্থান পেয়েছে ফারজানা।

 বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছিন আলী জানান, শিক্ষার পাশাপাশি আমরা সহশিক্ষার নানা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করি। জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়েও  ভালো করতে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ: