সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

দাপট কেবল মাটিবোঝাই ট্রাকের

দাপট কেবল মাটিবোঝাই ট্রাকের

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর খনন করে বিভিন্ন জায়গা, খাল ও গর্ত ভরাট করতে ব্যবহার হচ্ছে মাটি বোঝাই ড্রামট্রাক। এর দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।

ড্রামট্রাকে করে মাটি বোঝাই করে নিয়ে যাওয়ার ফলে পাকা সড়ক ও গ্রামীণ সড়কগুলো পরিণত হয়েছে ধূলার স্তুপে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।

অতিরিক্ত ধুলার কারণে মানুষের ফুসফুসজনিত জটিল রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আর প্রভাবশালী দাপুটে ব্যক্তিরা এসব মাটি সরবরাহের সঙ্গে জড়িত থাকায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে এ রাস্তায় মাটি বহনকারী ড্রামট্রাকের ধুলায় চলাচল কঠিন হয়ে পড়েছে।

জানা যায়, বর্তমানে উপজেলার বিনসাড়া, বারুহাস, কুসুম্বী, নাদোসৈয়দপুর, দোবিলা, খালখুলা, কালুপাড়া, ভায়াট, সাস্তান, শ্রীকৃঞ্চপুর, বোয়ালিয়া, কালিবাড়ি, আড়ংগাইল, সোলাপাড়া, কাউরাইল, সরাপুপুর, মাধাইনগরসহ প্রায় প্রতিটি গ্রামেই চলছে পুকুর খননের কাজ। ফসলী জমির শ্রেণি পরিবর্তন না করেই তারা ভেকু মেশিন দিয়ে পুকুর খনন করে ড্রামট্রাকে করে সড়কগুলো দিয়ে মাটি নিয়ে যায়। এতে সড়কে মাটি পড়ে ও খানাখন্দে ধুলায় অতিষ্ট সাধারণ জনগণ।

এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে পুকুর খনন ও ইটভাটায় মাটি সরবরাহ করা হয়। তাই প্রতিদিন মাটিবোঝাই ট্রাক ওই সড়কগুলো দিয়ে যাতায়াত করে। ড্রামট্রাকের বেপরোয়া চলাচলে ধুলোবালি উড়ে রাস্তার পাশে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ির ভিতরে ঢুকে আসবাবপত্র থেকে শুরু করে বিছানা, খাবার জনিসিপত্রেও ধুলায় ভরে একাকার হয়ে যায়। সড়কের পাশের গাছপালাও ধূসর হয়ে গেছে।

স্থানীয় আব্দুল মজিদ বলেন, নাক-মুখ চেপে চলাচল করতে হয়। ধুলার হাত থেকে রক্ষা পেতে বাড়ির জানালা-দরজা বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। শীতের এই শুষ্ক মৌসুমে পরস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। তাছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রীরা পড়েছেন বেকায়দায়।

ধুলোর কারণে ওই সড়কের পাশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের লেখাপড়া বিঘœ ঘটছে। যার ফলে পরিবেশ অসহনীয় পর্যায় চলে গেছে বলে দাবী স্থানীয়দের।

মাধাইনগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের স্কুল শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইটভাটায় মাটি পরিবহন করার কাজে ব্যবহৃত ড্রাম্প ট্রাকগুলো স্কুলের পাশ দিয়ে চলাচল করায় স্কুলের জানালা খোলা রাখতে পারি না। কারণ খোলা রাখলে ধুলো দিয়ে আমরাসহ ছাত্র-ছাত্রীদের জামা কাপড় নষ্ট হওয়া ছাড়াও শ্বাস-প্রশ্বাশের ক্ষতির সৃষ্টি হচ্ছে। তাছাড়া স্কুল সংলগ্ন রাস্তাটি সবসময় ধুলোয় অন্ধকার থাকে। ধুলোর কারণে শিক্ষার্থীদের জামা-কাপড় নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা স্কুলে ঠিকমতো আসতে চায় না।

ইউএনও ইফফাত জাহান বলেন, পুকুর খনন বন্ধে ও ড্রামট্রাক চলাচলের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অভিযান চলবে তাছাড়া সবার সহযোগিতা পেলে আরো কঠোরভাবে দমন করা যাবে বলেও জানান তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর