সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সয়দাবাদে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১০৫ কেজি চাল জব্দ

সিরাজগঞ্জ সয়দাবাদে খাদ্য বান্ধব কর্মসূচীর ২১০৫ কেজি চাল জব্দ

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে  খাদ্যবান্ধব কর্মসূচির দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে সয়দাবাদ ইউনিয়নের দুখিয়াবাড়ী ও সয়দাবাদ উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। তবে এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।  

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুখিয়াবাড়ী গ্রামের রমজান আলী ওরফে ভাষার বাড়িতে অভিযান চালিয়ে ২৬ বস্তায় মোট ৮০০ কেজি চাল জব্দ করা হয়।

পরে একই গ্রামের আমজাদ হোসেনের বাড়ি থেকে ২০ বস্তায় ৬০০ কেজি ও সয়দাবাদ উত্তরপাড়ার মানিক চন্দ্রের বাড়ি থেকে ২৩ বস্তায় ৭০৫ কেজি চাল উদ্ধার করা হয়। তিনটি অভিযানে মোট ৬৯ বস্তায় দুই হাজার ১০৫ কেজি চাল জব্দ করা হয়।

এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচি ও ভিজিডির বলে নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য।

তিনি আরও বলেন, চাল চুরির ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে নিয়মিত মামলা করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা দেওয়া হয়েছে। জব্দ করা চাল সয়দাবাদ ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর