শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাহজাদপুর করোনা আক্রান্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শাহজাদপুর করোনা আক্রান্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

শাহজাদপুরে চারটি করোনা আক্রান্ত রোগীকে খাদ্য উপহার পাঠালেন মামুন বিশাস। ফেসবুক থেকে সংগৃহীত টাকা থেকে এ খাদ্য উপহার বিতরন করেন তিনি। চারটি পরিবারগুলা হল শাহজাদপুর পৌরসভার দাবারিয়া গ্রামে ১ টি পরিবার , পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামে ১ টি পরিবার, খুকনী ইউনিয়নের কামালপুর গ্রামে ১ টি পরিবার ও একই ইউনিয়নের সোনতলা গ্রামে ১ টি পরিবারে মাঝে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে তিনি বলেন আক্রান্ত ব্যাক্তিদের সাথে কথা বলে জানতে পারলাম তাদের অজানা কথা গুলো। করোনা আমাদের অনেক কিছু চিনিয়ে দিচ্ছে৷ আমার ফেসবুক থেকে সংগ্রহীত টাকা ও শাহদজাদপুর উপজেলার নির্বাহী অফিসারের যৌথ উদ্যোগে আজকের খাদ্যসামগ্রী পৌছে দিলাম ।

১.চাল ৮০ কেজি ২.ডাল ৪ কেজি ৩.দুধ ৮ প্যাকেট ৪.পেয়াজ ৮ কেজি ৫.আলু ৫ কেজি ৬.লিচু ২০০ পিচ ৪৮০ টাকা ৭. মাল্টা ২ কেজি ৪৪০ টাকা ৮.লেবু ৩২ পিচ ৮০ টাকা ৯.কুমড়ো ৪ পিচ ৮০ টাকা ১০.কুইয়ের শাক ৪ কেজি ৩০ টাকা ১১.টেড়শ ৪ কেজি ৬৫ টাকা। ১২. শশা ৪ কেজি ১২০ টাকা।

১৩.কাচা মরিচ ২ কেজি ৮০ টাকা ১৪.বটবটি ২ কেজি ৮০ টাকা ১৫.হুইল সাবান ৪ পিচ ৭৬ টাকা ১৬.হলুদ ৪ প্যাকেট ১৮০ টাকা। ১৭.মরিচ গুড়া ৪ প্যাকেট ৩৬০ টাকা ১৮.লবণ ৪ কেজি ১০৮ টাকা ১৯.লাক্স সাবান ৪ পিচ ৯২ টাকা ২০.প্যারাসুট ৪ পিচ ২৪৮ টাকা ২১. আটা ২০ কেজি ৬০৮ টাকা ২২.সোনালি মুরগী ৮ পিচ ১২৬০ টাকা। ২৩. চিড়া ৮ প্যাকেট ১৮০ টাকা ২৪.ভ্যান ভাড়া ৪০০ টাকা ২৫.ব্যাগ বস্তা ৮০ টাকা উপরের ১ থেকে ৫ নাম্বার উপজেলা প্রশাসন দিয়েছেন। আর নিচের ৬ থেকে ২৫ আমি ফেসবুক থেকে সংগ্রহীত টাকায় কেনা।মোট ৫ হাজার ৪৭ টাকা।

ধন্যবাদ উপজেলার নির্বাহী অফিসারের শাহ মোঃ শামসুজ্জোহা স্যার, প্রকল্প অফিসার আবুল কামাল, সাথে থাকার জন্য ধন্যবাদ সেলিম তাকুলদার ভাইকে। বিশেষ ভাবে ধন্যবাদ ফেসবুক বন্ধুদের আপনাদের পাঠানো টাকা দিয়েই এই মানুষ গুলোর পাশে দাঁডাতে পেরেছি।আমি মাত্র চেষ্টা চালিয়ে যাবো।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর