সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-৩ অভিজ্ঞ মান্নানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আজিজ

সিরাজগঞ্জ-৩ অভিজ্ঞ মান্নানকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আজিজ

আসন্ন একাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনে আওয়ামী লীগের অধ্যাপক ডা. আব্দুল আজিজ ও বিএনপির আব্দুল মান্নান তালুকদারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

স্থানীয় ভোটাররা জানিয়েছেন, এলাকায় দুই প্রার্থীই সমান জনপ্রিয়। আর একক প্রার্থী থাকায় দুই দলের নেতাকর্মীরাও ঐক্যবদ্ধ।

১৯৯১ সাল থেকে সংসদ নির্বাচনে এই আসনটিতে বিএনপির আব্দুল মান্নান তালুকদার টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত ইসহাক হোসেন তালুকদার বিএনপির আব্দুল মান্নান তালুকদারকে পরাজিত করেন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন তিনি। ওই বছরেই ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুর পর আসনটি শূন্য হলে বিনা ভোটে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের নেতা গাজী ম. ম. আমজাদ হোসেন মিলন।

এবারের নির্বাচনে উভয় দলের ২০ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্য থেকে আওয়ামী লীগ অধ্যাপক ডা. আব্দুল আজিজকে এবং বিএনপি আব্দুল মান্নান তালুকদারকে বেছে নেয়।

তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন জানান, নৌকার প্রার্থী ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে একজোট হয়ে কার্যক্রম শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে। দলের বিজয় ধরে রাখতে তারা বদ্ধপরিকর।

অপরদিকে তাড়াশ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, আসনটি ফিরে পেতে দলীয় নেতাকর্মীদের নিয়ে নানা কৌশল নির্ধারণ করছেন তারা। দলীয় ঐক্য থাকায় আসনটি পুনরুদ্ধারে আশাবাদী এই বিএনপি নেতা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর