মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যেসব লক্ষণে বাড়ছে লিভার সিরোসিসের ভয়

যেসব লক্ষণে বাড়ছে লিভার সিরোসিসের ভয়

লিভার আমাদের দেহের খুবই প্রয়োজনীয় একটি অংশ। লিভার ছাড়া বেঁচে থাকাই অসম্ভব। তবে আমাদের কিছু অসাবধানতার কারণে প্রতিনিয়ত লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তেমনি একটি মারাত্মক ক্ষতি হচ্ছে লিভার সিরোসিস।

লিভার সিরোসিস একটি অনিরাময়যোগ্য রোগ। এতে লিভারের কোষকলা এমনভাবে ধ্বংস হয়ে যায় যে তা সম্পূর্ণ বিকৃত ও অকার্যকর হয়ে পড়ে। ফলে লিভারের যেসব স্বাভাবিক কাজ আছে, যেমন বিপাক ক্রিয়া, পুষ্টি উপাদান সঞ্চয়, ওষুধ ও নানা রাসায়নিকের শোষণ, রক্ত জমাট বাঁধার উপকরণ তৈরি ইত্যাদি কাজ ব্যাহত হয়। দেখা দেয় নানাবিধ সমস্যা। ধীরে ধীরে এই রোগ মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষকে।

অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিসে আক্রান্ত রোগী লিভার ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে তেমন কোনো লক্ষণ দেখা যায় না। সমস্যা শুরু হয় যখন রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। তাই এর লক্ষণগুলো জেনে রাখা খুব জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক এর লক্ষণগুলো-

প্রাথমিক পর্যায়ের লিভার সিরোসিসের লক্ষণ

> দুর্বলতা অনুভব করা ।

> সহজেই ক্লান্ত হয়ে পড়া।

> দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া।

> পেটের ডান পাশে ব্যথা হওয়া।

> জ্বর জ্বর ভাব।

>ঘন ঘন পেট খারাপ হওয়া ইত্যাদি।

মারাত্মক পর্যায়ের লিভার সিরোসিসের লক্ষণ

> পায়ে-পেটে পানি চলে আসা।

> জন্ডিস হওয়া। এসময় রোগী জ্ঞানও হারাতে পারেন।

> রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্ত যাওয়া।

> ফুসফুসে পানি আসা।

> কিডনি ফেইলিউর বা কিডনির কার্যক্ষমতা হারানো।

> শরীরের যে কোনো জায়গা থেকে অতিরিক্ত এবং নিয়ন্ত্রণবিহীন রক্তপাত ইত্যাদি।

উল্লেখিত লক্ষণগুলো লক্ষ্য করলে একটুও দেরি না করে চিকিত্সকের পরামর্শ নেয়া খুব জরুরি। তাই হেলা না করে সতর্ক হন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর