শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বৌদ্ধ পূর্ণিমায় নাশকতার সুনির্দিষ্ট আশঙ্কা নেই

বৌদ্ধ পূর্ণিমায় নাশকতার সুনির্দিষ্ট আশঙ্কা নেই

বৌদ্ধ পূর্ণিমায় সন্ত্রাসী বা নাশকতামূলক হামলার সুনির্দিষ্ট কোনো আশঙ্কা নেই। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়াতে বলা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা। তিনি জানান, বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে বৌদ্ধ মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়গুলোকে সুরক্ষিত রাখার জন্য পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ ও জনগণের সঙ্গে পরামর্শ করে নিরাপত্তা পরিকল্পনা সাজাতে বলা হয়েছে। তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ও স্থানীয় ভলান্টিয়ারদের সহায়তা নিতেও পরামর্শ দেয়া হয়েছে।

বৌদ্ধ পূর্ণিমায় বাংলাদেশ কিংবা ভারতের পশ্চিমবঙ্গে মন্দিরে ইসলামিক স্টেট কিংবা জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) আত্মঘাতী হামলা চালাতে পারে বলে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (আইবি) এ ব্যাপারে সতর্কতা জারি করেছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: