শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের

বছরের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের

আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) চলতি বছরের প্রথম ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ব্রিসবেনে বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় ম্যাচে তারা মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার। এ ম্যাচের আগে বড়সড় এক ধাক্কাই খেলো অজিঙ্কা রাহানের দল।

বাম হাতের কবজির ইনজুরিতে সিরিজের বাকি থাকা দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ভারতের টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনের সময় ব্যথা পেয়েছিলেন তিনি। যা থেকে সেরে উঠতে অন্তত ৩ সপ্তাহ সময় লেগে যাবে।

যার ফলে চলতি সিরিজে আর রাহুলকে পাচ্ছে না ভারত। কেননা তৃতীয় ম্যাচ শুরু হবে ৭ জানুয়ারি এবং শেষ ম্যাচটি হবে ১৫ জানুয়ারি থেকে। তাই এবারের অস্ট্রেলিয়া সফরে টেস্ট খেলার স্বপ্ন পূরণ হচ্ছে না রাহুলের।

তাই তিনি ফিরে যাবেন ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানেই হবে তার পুনর্বাসন প্রক্রিয়া।

শুধু এবারের অস্ট্রেলিয়া সিরিজ নয়। কবজির এ ইনজুরির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটিতেও রাহুলকে ঘিরে শঙ্কা দেখা দিয়েছে। যা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই ম্যাচের একাদশে ছিলেন না রাহুল। তবে ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের অফফর্মের কারণে তৃতীয় ম্যাচে দলে ঢোকার সমূহ সম্ভাবনা ছিল রাহুলের। কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেলেন তিনি।

রাহুলের এই ইনজুরি ভারতের হারানো খেলোয়াড়ের সংখ্যাই শুধু বাড়িয়েছে। চলতি সিরিজে এরই মধ্যে তারা হারিয়েছে উমেশ যাদব ও মোহাম্মদ শামিকে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি আছেন পিতৃত্বকালীন ছুটিতে। সিরিজের আগেই বাদ পড়েছেন ইশান্ত শর্মা।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর