শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার হুমকি, দুইজন আটক

ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার হুমকি, দুইজন আটক

ক্রাইস্ট চার্চের দুই মসজিদে অনলাইনে হামলার হুমকি প্রদানের অভিযোগে নিউজিল্যান্ডের পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড শহরের পুলিশের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, আগামী ১৫ মার্চ ক্রাইস্ট চার্চ মসজিদে ভয়াবহ হামলার দ্বিবর্ষ পূর্তি সামনে রেখে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

দুই বছর আগে ক্রাইস্ট চার্চ শহরের আল নূর মসজিদ ও লিনউড মসজিদে অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর হামলায় ৫১জন মুসল্লি নিহত হয়। এই ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়।

নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি পুলিশের জেলা কমান্ডার জন প্রাইস এক বিবৃতিতে বলেন, এই ধরণের সকল হুমকিকে ( মসজিদে হামলা) আমরা শক্তভাবে নিয়েছি। আমরা মুসলিম কমিউনিটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি। কোনো ঘৃণার বার্তা কিংবা কোনো ব্যক্তি আমাদের কমিউনিটির ক্ষতি করবে আমরা সেটা সহ্য করবো না। এটা কিউইদের বৈশিষ্ট্য না।

জন প্রাইস আরও বলেন, আটক দুইজনকে কাস্টডিতে রাখা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে আটক দুইজনের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি এবং পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

২০১৯ সালের মার্চ মাসে অস্ট্রেলিয়ান নাগরিক ব্যান্টন ট্যারান্ট ক্রাইস্ট চার্চ শহরের দুটি মসজিদে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালায়। লিনউড ও আল নূর মসজিদে ওই হামলায় নারী, শিশুসহ ৫১জন নিহত হয়। হামলার ভিডিও সে ফেসবুকে লাইভ প্রচার করে। গত বছর নিউজিল্যান্ডের আদালত স্বঘোষিত শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্র্যান্টন ট্যারান্টকে কোনো প্যারোল সুবিধা ছাড়াই আজীবন কারাদণ্ড দেয়।

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর