শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ নিড টু-ভারত হ্যাভ টু উইন

বাংলাদেশ নিড টু-ভারত হ্যাভ টু উইন

কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজ ভারতের মুখোমুখি টাইগাররা। সেমিফাইনাল খেলতে হলে পার হতে হবে পাহাড়সম বাধা। সেই সঙ্গে চাপ তো রয়েছেই। তবে বড় মঞ্চে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই মঙ্গলবার ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

শুরুতেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভিরাট কোহলি।  ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলতে হলে শতভাগ দিয়েই খেলতে হবে টাইগারদের। এখানে কমতি হলেই বিশ্বকাপ রেস থেকে ছিটকে যেতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই খেলতে হবে অসাধারণ। ভারতের সব ব্যাটসম্যানরাই রয়েছেন ছন্দে। তাই শক্ত ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের বোলারদের কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। বিশেষ খেয়াল রাখতে হবে রোহিত ও কোহলির জন্য।

রুবেল দলে ঢোকায় বাংলাদেশের বোলিং তুলনামূলক বেশি শক্তিশালী হয়েছে। টুর্নামেন্ট জুড়ে অফফর্মে থাকা মাশরাফিও আজ জ্বলে উঠতে পারেন। বোলিং বিভাগে স্পিন শক্তি বাংলাদেশের মূল ভরসা। তবে অলরাউন্ডার সাইফউদ্দিন রয়েছেন ছন্দে। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটে নিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 

তবে মূল দায়িত্ব থাকবে বাংলাদেশের ব্যাটিংয়ে। টপ অর্ডারে তামিম ইকবাল এখনো বড় কিছু করে দেখানে পারেননি। তাই বাংলাদেশ দল তাকিয়ে থাকবে তামিমের ব্যাটের দিকে। সৌম্য সরকারও রয়েছেন অফ-ফর্মে। মূল ভরসা হয়ে থাকবেন সাকিব আল হাসান। ওয়ার্নারকে ছাড়িয়ে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষ স্থান ফিরে সাকিবের প্রয়োজন ৪১ রান। ছন্দে থাকা মুশফিকুর রহিমও থাকবেন স্পটলাইটে।

তুরুপের তাস হতে পারেন লিটন দাসও। এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে রয়েছে সেঞ্চুরির সুখস্মৃতি। চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ৯৪ রানের দুর্দান্ত এক ইনিংস। অন্যদিকে সবশেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ভারত। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে একটি জয় প্রয়োজন টিম ইন্ডিয়ার। তাই এই ম্যাচ জিতে সেই কাজটি সেরে নিতে চায় কোহলির দল।

পরিসংখ্যান অবশ্য কথা বলছে ভারতের পক্ষে। দুই দলের মোট ৩৫ বারের দেখায় ভারত জয় পেয়েছে ২৯টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় ৫টিতে। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। তবে সব পরিসংখ্যান ভুলে মাঠের পারফর্ম্যান্সের দিকে চোখ থাকবে সবার।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: