শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রথম বোলার হিসেবে নারাইনের কীর্তি, পিছিয়ে নেই সাকিবও

প্রথম বোলার হিসেবে নারাইনের কীর্তি, পিছিয়ে নেই সাকিবও

টি-২০ ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে ২৫ ওভার মেডেন বল করার অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন। এই তালিকায় পিছিয়ে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও।

মঙ্গলবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ২৫তম মেডেন ওভার করার রেকর্ড গড়েন নারাইন। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে এই অফস্পিনার ৪ ওভার বল করে ১টি মেডেন ওভার করেন। ম্যাচে ১৬ রান দিয়ে একটি উইকেটও নেন তিনি।

আগে থেকেই অবশ্য টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার করার মালিক ছিলেন নারাইন। মঙ্গলবার ২৫টি মেডেন ওভার করার রেকর্ডও গড়েন তিনি। ২৩ ওভার মেডেন করে এরপরই আছেন সাকিব।

তালিকার তিনে থাকা স্যামুয়েল বদ্রি মেডেন দিয়েছেন ২২ ওভার। এই তালিকায় চারে রয়েছেন মোহাম্মদ ইরফান। এই পাকিস্তানি ফাস্ট বোলার মোট ২০ ওভার মেডেন দিয়েছেন। এছাড়া প্রবীণ কুমার ১৯ ওভার মেডেন দিয়েছেন।

টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ মেডেন ওভার দেওয়া বোলারের তালিকা:

সুনীল নারাইন- ২৫ (৮৩২৮ ওভার)
সাকিব আল হাসান- ২৩ (৭০৯২ ওভার)
স্যামুয়েল বদ্রি- ২২ (৪১২৫ ওভার)
মোহাম্মদ ইরফান- ২০ (৩৩৪০ ওভার)
প্রাভিন কুমার- ১৯ (৩৬৯৫ ওভার)

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: