শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

৯ রানেই নেই নিউজিল্যান্ডের ৪ উইকেট

৯ রানেই নেই নিউজিল্যান্ডের ৪ উইকেট

 

 

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে বাংলাদেশের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কিউইরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম লাথাম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রাচীন রবীন্দ্র ও টম ব্লান্ডেল। 

এ ম্যাচে অভিষেক হয়েছে কিউই ব্যাটসম্যান রবীন্দ্রর। শুরুটা হয়তো ভালো করার স্বপ্ন ছিল তার। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই মাহেদী হাসানের কাছে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর সাকিব আল হাসান বোলিংয়ে এসেই ফেরান ৫ রান করা উইল ইয়ংকে। পরের ওভারে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। ব্লান্ডেল ২ ও কলিন ডি গ্রান্ডহোম মাত্র ১ রানে আউট হয়ে যান।

শুরুর ৪ উইকেট হারানোর সময় স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ৯ রান। এমতাবস্থায় বিপর্যয় এড়াতে লড়ছেন টম লাথাম ও হেনরি নিকোলস। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: