শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রোমাঞ্চকর জয়ে ইউরোপা লিগের রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া

রোমাঞ্চকর জয়ে ইউরোপা লিগের রেকর্ড চ্যাম্পিয়ন সেভিয়া

সেভিয়া-সমর্থকদের উচ্ছ্বাস অবশ্য ২ মিনিট স্থায়ী হয়। ৩৫ মিনিটের মাথায় সমতায় ফেরান ইন্টারের ডিয়েগো গডিন। অর্থাৎ ম্যাচের ৩৫ মিনিটেই স্কোর বোর্ডে ২-২ গোল লেখা হয়ে যায়।

এমন উত্তেজনাময় পরিস্থিতি নিয়ে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বিরতির পর মাঠে নেমে সমানে সমানে লড়াই চালিয়ে যায় দুদল। অনেকটা সাবধানী খেলা শুরু করেন তারা। ৭৩ মিনিট পর্যন্ত কোনো দলই লক্ষ্যভেদ করতে পারেনি।

কিন্তু ৭৪ মিনিটেই ঘটল ইন্টারের ভাগ্যে সেই দুর্ঘটনা। হাই বল থেকে কার্লোসের ওভারহেড কিকে পা ধরে দিয়েছিলেন লুকাকু। তাতে বল জড়িয়ে যায় নিজেদেরই জালে।

নায়ক মুহূর্তেই পরিণত হন ভিলেনে। ৩-২ এ হেরে শিরোপা হাতছাড়া হয় ইন্টার মিলানের। এই জয়ে সেভিয়া জানিয়ে দিল, রেকর্ড ১৩ বার শিরোপা জেতা রিয়াল মাদ্রিদকে যেমন চ্যাম্পিয়নস লিগের সেরা ধরা হয়, তেমনটি ইউরোপায় সেভিয়া সেরা। তারাই ইউরোপা লিগের ‘রিয়াল মাদ্রিদ।’

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: