শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ন্যু ক্যাম্পেই বার্সার বিপক্ষে লড়বে নাপোলি

ন্যু ক্যাম্পেই বার্সার বিপক্ষে লড়বে নাপোলি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল পর্বের ফিরতি লেগের ম্যাচ সামনে। কিন্তু করোনাভাইরাসের কারণে নাপোলি নিজেদের ম্যাচটি ন্যু ক্যাম্পে খেলতে চায়নি। বার্সেলোনার ঘরের মাঠ থেকে ম্যাচটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবীও তুলেছিলেন ইতালিয়ান ক্লাবটির প্রেসিডেন্ট আউরেলিও দে লাউরেন্তিস।

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নাপোলির এমন আবদার নাকচ করে দিয়েছে। এক বিবৃতি দিয়ে সাফ জানিয়ে দিয়েছে, বার্সা-নাপোলির মধ্যকার চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ন্যু ক্যাম্পেই হবে। সিদ্ধান্তটা স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও জানিয়েছে উয়েফা।

ক্লাব বিশ্বকাপের মতো মিনি টুর্নামেন্ট আকারে চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বের বাকি অংশটা হবে পর্তুগালের লিসবনে। আর ইউরোপা লিগের বাকি অংশ হবে জার্মানিতে। এজন্য ম্যাচটি পর্তুগাল বা জার্মানিতে সরিয়ে নেওয়ার আর্জি জানিয়েছিল নাপোলি।

৮ আগস্ট রাতে বার্সেলোনার মুখোমুখি হবে নাপোলি। ইউরোপ সেরাদের লড়াইয়ের শেষ ষোল পর্বের প্রথম লেগে নাপোলির মাঠে ১-১ গোলে ড্র করেছিল লিওনেল মেসির বার্সা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: