রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যে প্রস্তাব দেয়নি বিসিবি পিসিবিকে

যে প্রস্তাব দেয়নি বিসিবি পিসিবিকে

টাইগারদের পাকিস্তান সফর নিয়ে শুরু থেকেই ধোঁয়াশা বিদ্যমান। পাকিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চাইলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুধু টি-টোয়েন্টি খেলেই ফিরে আসতে চাইছে। দুই বোর্ডের মতানৈক্যের ফলে এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এর মাঝেই জানা গেল নতুন খবর। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নতুন এক প্রস্তাব দিয়েছে বিসিবি। 

বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে, পাকিস্তানে বেশি দিন না থাকার ব্যাপারে এখনো অটল বোর্ড। তবে পিসিবির একরোখা স্বভাবের ফলে একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে বিসিবি। তার মধ্যে একটি হল, পাকিস্তান সফরে শুধু একটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এমনটা হলে টাইগারদের বেশিদিন থাকতে হবে না। আবার পাকিস্তানের দুই ফরম্যাটে খেলার ইচ্ছেও পূরণ হবে। 

এর আগে গত বুধবার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেছিলেন, বৃহস্পতিবারের মধ্যে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। তবে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানা যায়নি। অবশ্য ধারণা করা হচ্ছে, আগামী ১২ জানুয়ারির বোর্ড সভায় পাকিস্তান সফরের ভাগ্য নির্ধারিত হবে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: