শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েই শেষ ষোলোতে বার্সেলোনা

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েই শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল’রের শেষ ষোলোতে পৌঁছে গেছে বার্সেলোনা। কালচারাল লিওনেসার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল কাতালানরা। দ্বিতীয় লেগের ম্যাচে বুধবার বার্সেলোনা রীতিমতো উড়িয়েই দিয়েছে প্রতিপক্ষকে।

মেসি-সুয়ারেজবিহীন বার্সেলোনা এদিন ৪-১ গোলে পরাজিত করেছে লিওনেসাকে। সেই সঙ্গে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিটও নিশ্চিত করেছে আর্নেস্তো ভালভার্দের দল।

লুইস সুয়ারেজ না থাকলেও ন্যু ক্যাম্পের এই ম্যাচে ছিলেন ডেনিস সুয়ারেজ। তরুণ প্রতিভাবান এই ফুটবলার এদিন বুঝতেই দেননি মেসি-সুয়ারেজ-পিকেদের অভাব। একাই জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

নিজেদের মাঠে এদিন ম্যাচ শুরুর ১৮ মিনিটে বার্সেলোনাকে প্রথম এগিয়ে দেন মুনির এল হাদ্দাদি। ২৬ মিনিটে ড্যানিশ সুয়ারেজ গোলব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার মাত্র দুই মিনিট আগে তৃতীয় গোলটি করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকম। এর ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক শিবির।

দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে কালচারাল লিওনেসার হয়ে অবশ্য একটি গোল শোধ করেন ইয়ুসেপ সেনে। তবে ৭০ মিনিটে ড্যানিশ সুয়ারেজ আবারও গোল করলে ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: