শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বিদেশি কোচদের চেয়ে আমরা কম না’

‘বিদেশি কোচদের চেয়ে আমরা কম না’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে বিদেশিদেরই বেশি অগ্রাধিকার দেওয়া হয়। ক্রিকেটারদের উন্নতিতে তাদের ভূমিকা থাকে চোখে পড়ার মতো। এখন পর্যন্ত যেসব বিদেশি কোচ টাইগারদের দায়িত্ব পেয়েছেন তাদের অনেকেই সফল হয়েছেন। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটনাও রয়েছে।

তবে বিদেশিদের চেয়ে বাংলাদেশি কোচ কোনো অংশেই কম নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। দেশের একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে তিনি এ কথা বলেন।

সুজন বলেন, ‘সব কাজের চেয়ে আমি কোচিংকে উপভোগ করি। টিমের পরিকল্পনা করা, কাকে খেলাচ্ছেন এ কাজগুলো আমি সবসময় উপভোগ করি। কোচ হিসেবে ক্রিকেট নিয়ে আমি যে চর্চাটা করি সেটা আমাকে সবসময় আনন্দ দেয়। যাই করি না কেনো, কোচিংই আমার সবকিছু। এটা ছাড়া আমি থাকতে পারবো না।’

 

টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সুজন। ছবি- সংগৃহীত

টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সুজন। ছবি- সংগৃহীত

লম্বা সময়ের জন্য সুযোগ পেলে জাতীয় দলের দায়িত্ব নেয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশ দলের হেড কোচের ভূমিকাও পালন করেছি। আমি আসলে লম্বা সময়ের জন্য চাই। এক সিরিজ দায়িত্ব পালন করলাম তখন দেখা যায় যে পরিকল্পনা করতে করতেই আমার মেয়াদ শেষ। সব কোচেরই সাফল্য ব্যর্থতা আছে, থাকবে। আমাদেরকে সুযোগ দিতে হলে সময় দিয়ে সুযোগ দিতে হবে।’ 

বিসিবি পরিচালক বলেন, ‘আমাদের উপর বিশ্বাস না থাকার কারণে হয়তো আমরা দায়িত্ব পাই না। বিদেশি কোচরা যেটা জানে সেটা আমরা জানি না, এটা আমি বিশ্বাস করি না। আমরা পারব না কেন সেটাই আমি বুঝি না। বাংলাদেশে হয়তো এটা ভাবা হয় না যে স্থানীয় কেউ জাতীয় দলের কোচ হবে। সময় কোনো ব্যাপার না, কিন্তু বিশ্বাসটা আমাদের ওপর থাকবে কবে?’ 

আলোকিত সিরাজগঞ্জ

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর