রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

লুকিয়ে পর্ন দেখছেন, কারা চালাচ্ছে নজরদারি?

লুকিয়ে পর্ন দেখছেন, কারা চালাচ্ছে নজরদারি?

 

ব্লু ফিল্ম বা নীল ছবির প্রতি অনেকেরই আসক্তি রয়েছে। কারো কম, আবার কারো বেশি। তবে প্রায় সবাই লুকিয়ে পর্ন দেখে থাকেন। সাম্প্রতিক এক সমীক্ষায় লুকিয়ে পর্ন দেখলেও তা গোপন না থাকার প্রমাণ মিলেছে।

এ গবেষণায় মাইক্রোসফ্ট, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি এবং কার্নেজি মেলন ইউনিভার্সিটির সদস্যরা অংশ নিয়েছেন। তারা দীর্ঘদিনের গবেষণার পর একটি যৌথ সমীক্ষার ফল প্রকাশ করেছে।

কমপক্ষে ২২ হাজার ৪৮৪টি পর্ন ওয়েবসাইটের ওপর এই পরীক্ষা চালানো হয়। এতে বলা হয়েছে, ৯৩ শতাংশ ওয়েবসাইটই ইউজারের নেট-গতিবিধি ট্র্যাক করতে পারে। এই ট্র্যাকিং ওয়েবএক্সরে নামের একটি সফ্টওয়্যারের মাধ্যমে করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্ন ওয়েবসাইট ছাড়াও ফেসবুক, গুগলের মতো নামি-দামি সাইটও ইউজারের নেট-গতিবিধি ট্র্যাক করে। যেখানে গুগল ৭৪ শতাংশ গতিবিধি ট্র্যাক করে, ফেসবুক ১০ শতাংশ করে।

এই প্রতিবেদন প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছে, ব্রাউজারের ইনকগনিটো মোড-ও এই ট্র্যাকিং থেকে সুরক্ষিত নয়। অর্থাৎ ইনকগনিটো মোডে পর্ন দেখে আপনি যদি ভাবেন, কেউ জানছে না; তাহলে এটি ভুল ধারণা। সেই গতিবিধিও গুগল বা ফেসবুক ট্র্যাক করতে পারে।

২০১৭ সালে বিশ্বের অন্যতম বৃহত্তম পর্ন সাইট পর্নহাবে ২৮৫ কোটি দর্শক পর্ন দেখেছিল। সে হিসেবে প্রতি সেকেন্ডে ৫০ হাজার পর্ন দেখা হয়েছিল। এ থেকেই স্পষ্ট বিশ্বে পর্ন আসক্তি কোন পর্যায়ে পৌঁছেছে। সেই সঙ্গে তথ্য ফাঁসের আশঙ্কাও বাড়ছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

স্টেশনে যাত্রীরাই কাটতে পারবেন ট্রেনের টিকিট
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি ডলার
পুলিশকে সাহায্য করবে ক্রাইম জিপিটি!
পুনর্মিলনী অনুষ্ঠানে স্কুলজীবনের মজার স্মৃতিতে প্রাক্তন শিক্ষার্থীরা
কাজিপুরে ভার্মি কম্পোস্ট সার বানিজ্যিকভাবে উৎপাদন শুরু
১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়
আলো ছড়াচ্ছে কুষ্টিয়ার বয়স্ক বিদ্যালয়
মেয়েদের স্কুলের বেতন না দিয়ে ধোনিদের খেলা দেখলেন তিনি
‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?
তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে
নেইমারের বাবার দেনা পরিশোধ করলেন আলভেজ
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর