সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুরে হেরোইনসহ রফিকুল ইসলাম অপু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত আসামীকে থানা হাজত থেকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম অপু কাজিপুর থানাধীন ঢেকুরিয়া গ্রামের সেজাব আলীর ছেলে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।