
সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাঁতী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক আহসান হাবিব আসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রবীর কুমার, বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ, শিক্ষক-কর্মচারী বৃন্দ, বর্তমান শিক্ষার্থী ও বিদায়ী ছাত্র-ছাত্রী সহ আরো অনেকে।
উল্লেখ্য, এ বছর উক্ত বিদ্যালয় হতে ৩টি বিভাগে মোট ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করবেন।