শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ যমুনা পাড়ে উদ্ভোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু বই ভাস্কর্য

সিরাজগঞ্জ যমুনা পাড়ে উদ্ভোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু বই ভাস্কর্য

সিরাজগঞ্জ সদর উপজেলার পুরাতন জেলাখানা ঘাট সংলগ্ন যমুনা পাড়ে নির্মাণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা বইয়ের মোড়ক সম্বলিত বঙ্গবন্ধু বই ভাস্কর্য।

অদ্বিতীয়, তথ্যবহুল এবং মনোমুগ্ধকার এই ভাস্কর্য নকশায় মূল পরিকল্পনায় ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার। আগামী ৭ই মার্চ ২০২১ইং তারিখে মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের দিনটি লক্ষ্য রেখেই উদ্ভোধন করার কথা রয়েছে এই ভাস্কর্যটির।

উদ্ভোধনের আগেই যমুনা পাড়ে আগত দর্শনার্থীদের মাঝে সাড়া ফেলেছে নব-নির্মিত বঙ্গবন্ধু বই ভাস্কর্যটি। শিশু-কিশোরসহ অনেক অজানা দর্শনার্থীরা জানতে পারছেন বঙ্গবন্ধুর হাতে লেখা বই দুটির নাম। অনেকেই সেলফি তুলে সোস্যাল মিডিয়ায় পোষ্ট করে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন। বই দুটি ক্রয় করে পড়ার আগ্রহ প্রকাশ করছেন অনেক শিক্ষার্থী ও বই প্রেমিরা।

পানি সম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে প্রায় ৯৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে পরিষ্কার পরিচ্ছন্ন ও সৌন্দর্য্য বর্ধনের কাজ চলছে ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ: